ভর্তি পরীক্ষার্থীদের জন্য কুবি ছাত্রদলের ‘মরহুম আরাফাত রহমান কোকো বাইক সার্ভিস’

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সুবিধার্থে ‘মরহুম আরাফাত রহমান কোকো বাইক সার্ভিস’ চালু করছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
আগামী শনিবার (১৯ এপ্রিল) অনুষ্ঠিতব্য ‘এ’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে কুবি শাখা ছাত্রদলের পক্ষ থেকে পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছানোর সুবিধা নিশ্চিত করতে এ ফ্রি বাইক সার্ভিস চালু করা হচ্ছে।
এ বিষয়ে কুবি ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আবুল বাশার বলেন, ‘প্রতি বছরই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভর্তি পরীক্ষার্থীরা কুবি ক্যাম্পাসে আসে। অনেকেই গভীর রাতে এসে পৌঁছায় কিংবা পরীক্ষার দিন কেন্দ্রে পৌঁছাতে বিভ্রান্তিতে পড়ে। তাদের যাতায়াত সহজ করতে এবং ভুল কেন্দ্র এড়াতে আমরা এই সার্ভিস চালু করছি।’
তিনি আরও জানান, পরীক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবকরাও প্রয়োজনে এ বাইক সার্ভিসের সুবিধা নিতে পারবেন। আগ্রহীদের জন্য যোগাযোগ নম্বর ও সার্ভিস পয়েন্ট শিগগিরই সামাজিক মাধ্যমে প্রকাশ করা হবে।
What's Your Reaction?






