ভর্তি পরীক্ষার্থীদের ভোগান্তি কমাতে কুবি শিবিরের ‘আর রিহলাহ’ ফ্রি বাস সার্ভিস

২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আসা শিক্ষার্থীদের রাতের যাতায়াত ভোগান্তি কমাতে ‘আর রিহলাহ’ নামে ফ্রি বাস সার্ভিস চালু করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুবি শাখা।
শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন কুবি শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ ইসলাহী।
তিনি বলেন, “দূরবর্তী জেলা থেকে আগত শিক্ষার্থীদের অনেকেই রেলপথে গভীর রাতে কুমিল্লায় পৌঁছান। এরপর বিশ্ববিদ্যালয় পর্যন্ত যাত্রা অনেক সময় কষ্টসাধ্য হয়ে পড়ে। তাই আমরা নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে ‘আর রিহলাহ’ ফ্রি বাস সার্ভিসের ব্যবস্থা করেছি। মানবিক সহায়তার অংশ হিসেবে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব বলে আমরা মনে করি।”
বাস সার্ভিসের সময়সূচি অনুযায়ী, রাত ১১টায় পদুয়ার বাজার বিশ্বরোড থেকে কোটবাড়ি বিশ্বরোড হয়ে বাস সরাসরি ক্যাম্পাসে যাবে। রাত ১২টা ১৫ মিনিটে রেলস্টেশন থেকে শাসনগাছা, আলেখার চর ও কোটবাড়ি বিশ্বরোড হয়ে ক্যাম্পাসে পৌঁছাবে আরেকটি বাস।
রাত ১টায় রেলস্টেশন থেকে যাত্রা শুরু করে বাসটি কান্দিরপাড়, টমছমব্রিজ, পদুয়ার বাজার বিশ্বরোড ও কোটবাড়ি বিশ্বরোড অতিক্রম করে ক্যাম্পাসে পৌঁছাবে। এছাড়া, রাত ৩টায় রেলস্টেশন থেকে কোটবাড়ি বিশ্বরোড হয়ে ক্যাম্পাস পর্যন্ত চলবে শেষ বাসটি।
এই বাস সার্ভিসে সহায়তা ও তথ্যের জন্য যোগাযোগ করা যাবে—নুর আহমেদ আল-আমিন (০১৫১৬৫২৮৪৮১), ওসমান গণি (০১৭৬৮২৪০৩৭১) ও ইহসান আহমেদ রনি (০১৭৮৪১৩১০২২)–এই তিনজনের সঙ্গে।
উল্লেখ্য, শনিবার (১৯ এপ্রিল) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এ ইউনিট ও সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
What's Your Reaction?






