ভর্তি পরীক্ষা নিয়ে সতর্ক অবস্থানে কুবি প্রশাসন

কুবি প্রতিনিধিঃ
Apr 15, 2025 - 19:10
 0  6
ভর্তি পরীক্ষা নিয়ে সতর্ক অবস্থানে কুবি প্রশাসন

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ঘিরে সর্বোচ্চ সতর্কতামূলক অবস্থান গ্রহণ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসন। পরীক্ষার্থীদের নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে নেয়া হয়েছে একাধিক ব্যবস্থা।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী। এ সময় তিনি পরীক্ষাসংশ্লিষ্ট বেশ কিছু জরুরি নির্দেশনার কথাও জানান। তিনি জানান, পরীক্ষার্থীদের ক্যালকুলেটর, মোবাইল ফোন, ঘড়ি বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে হলে প্রবেশের অনুমতি না থাকলেও হয়রানি এড়াতে ব্যাগ নিয়ে প্রবেশ করতে পারবে। তবে সেসব ব্যাগ পরীক্ষা চলাকালে কেন্দ্রে নির্ধারিত কর্নারে জমা রাখতে হবে।

পরীক্ষায় অসদুপায় রোধে হলে প্রবেশের সময় প্রতিটি পরীক্ষার্থীর কান, চোখ ও মুখমণ্ডল পর্যবেক্ষণ করা হবে। নারী পরীক্ষার্থীদের ক্ষেত্রে এই দায়িত্ব পালন করবেন নারী শিক্ষকরা। পরীক্ষার এক ঘণ্টা পূর্বে পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করতে পারবে, তবে হলের ভেতরে প্রবেশের সুযোগ থাকবে পরীক্ষার ৩০ মিনিট আগে থেকে। পরীক্ষার শুরুর নির্ধারিত সময়ের পর কোনো পরীক্ষার্থী আর কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনার লক্ষ্যে প্রতিটি কেন্দ্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পরিদর্শকের দায়িত্ব পালন করবেন।

সংবাদ সম্মেলনে উপাচার্যের পাশাপাশি উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ হাকিম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান। তারা সাংবাদিকদের সঙ্গে ভর্তি পরীক্ষার সার্বিক প্রস্তুতি, নিয়মাবলি ও নিরাপত্তাবিষয়ক নানা দিক নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন।

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও কুমিল্লা শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান মিলিয়ে সর্বমোট ৩০টি কেন্দ্রে এবারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow