ভাঙ্গায় খেলাফত মজলিসের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বাংলাদেশ খেলাফত মজলিস ভাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে ঈদ পরবর্তী পুনর্মিলনী ও এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলা শাখার শতাধিক নেতা-কর্মীর অংশগ্রহণে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।
রবিবার (৬ এপ্রিল) অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. হাফিজুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন দলটির কেন্দ্রীয় মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা আমজাদ হোসেন, সহ-সভাপতি মুফতি মাহমুদ হাসান ফায়েক, সাধারণ সম্পাদক মাওলানা মুফতি আবু নাসির আইয়ুবী এবং চরভদ্রাসন উপজেলা শাখার সভাপতি মুফতি জাকারিয়া।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাওলানা মিজানুর রহমান ফরিদী, মাওলানা মাসউদুর রহমান, মাওলানা রাকিব হাসান ওসমান, হাফেজ কারী মাহবুবুর রহমান এবং মাওলানা আবুল খায়ের সেলিম।
সভায় ফরিদপুর-৪ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা প্রতীকের মনোনীত প্রার্থী মাওলানা মো. মিজানুর রহমান মোল্লা বলেন, ‘আমরা যদি ঘরে ঘরে খেলাফত মজলিসের সালাম পৌঁছে দিতে পারি, তবে মানুষের মধ্যে ইসলাম ও খেলাফত নিয়ে যে ভয়ভীতি কাজ করে তা দূর হবে।’ তিনি আরও বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে আগাছামুক্ত নির্বাচন। জমিনে ভালোভাবে চাষাবাদ করলে যেমন আগাছা থাকে না, তেমনি নির্বাচনের সংস্কার হলে দেশ পরিচালনার জন্য যোগ্য নেতৃত্ব উঠে আসবে।’
What's Your Reaction?






