ভাঙ্গায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলো বৃদ্ধের
ফরিদপুরের ভাঙ্গায় ট্রেনে কাটা পড়ে তোরাপ বেপারী (৭০) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দি গ্রামের মৃত হাসেন বেপারীর ছেলে। শনিবার (৩১ আগস্ট) সকালে ভাঙ্গা-ফরিদপুর রেল লাইনের ভাঙ্গা উপজেলার জান্দি নামক এলাকায় এঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, তোরাপ বেপারী বৃদ্ধ মানুষ৷ তার শ্রবণ শক্তি খুব কম ছিল। শনিবার সকালে সে রেল লাইনের উপর দিয়ে হাঁটছিল। সকালে ফরিদপুর থেকে ভাঙ্গাগামী রাজবাড়ী এক্সপ্রেস নামের একটি লোকাল ট্রেন ঘটনাস্থল অতিক্রম করার সময় ট্রেনের নীচে সে পিষ্ট হয়। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মরদেহ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করে।
এব্যাপারে ভাঙ্গা রেলওয়ে স্টেশন মাস্টার জিল্লুর রহমান, নিহতের ব্যাপারে ঘটনার সত্যতা স্বীকার করেন।
What's Your Reaction?