ভাঙ্গায় উই প্রকল্পের ক্লিন কমিউনিটি সেন্টারের উদ্বোধন ও আলোচনা সভা

ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি
Aug 13, 2024 - 21:31
 0  18
ভাঙ্গায় উই প্রকল্পের ক্লিন কমিউনিটি সেন্টারের উদ্বোধন ও আলোচনা সভা

ফরিদপুরের ভাঙ্গায় নারীর ক্ষমতায়ন বিষয়ক উই প্রকল্পের আওতায়  ক্লিন কমিউনিটি সেন্টারের শুভ উদ্বোধন ও এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।  মঙ্গলবার বিকেলে উপজেলার তারাইল গ্রামে উলাসী সৃজনী সংঘ,বিকাশ বাংলাদেশ, ট্রেইডক্রাপ্ট এক্সচেঞ্জ ও ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় এর উদ্বোধন করা হয়।  লাল ফিতা কেটে এর উদ্বোধন শেষে পরে এক আলোচনা সভার আয়োজন করা হয়।  অনুষ্ঠানে বক্তারা বলেন,এ প্রকল্পের মাধ্যমে  দৈনন্দিন কাজে ফেলে দেওয়া ময়লা,আবর্জনা,ফল- মুলের উচ্ছিষ্ট অংশ,পানির বোতল সহ নানা বর্জ্য রাখার জন্য নির্দিষ্ট একটি জায়গা বিশেষভাবে তৈরি করা হয়েছে। পরে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে এটি জৈব সার এবং অন্যান্য উপকরণ তৈরি করা হবে। এ পদ্ধতিতে ময়লা আবর্জনা যত্রতত্র না ফেলায় পরিবেশ সুন্দর হবে,তেমনি উৎপাদিত বস্তু কৃষি কাজে ব্যবহৃত হবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বিশেষ ভূমিকা রাখবে। 

উপজেলা নারী সামাজিক এসোসিয়েশনের সভাপতি মাবিয়া  বেগমের সভাপতিত্বে  খালেদা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে  প্রধান অতিথি ছিলেন উলাসী সৃজনী সংঘের নির্বাহী পরিচালক খন্দকার আজিজুল হক মনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন  ট্রেইডক্রাপ্ট এক্সচেঞ্জের কান্ট্রি ডিরেক্টর শাহেদ ফেরদৌস, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কাজী রমজান আলী, এক্সচেঞ্জের প্রজেক্ট সমন্বয়কারী আল মোতাক্কেল বিল্লাহ।উই প্রকল্পের উপজেলা সমন্নয়কারী মোকলেসুর রহমানের সার্বিক তত্তাবধানে  অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রকল্পের ফরিদপুর ও যশোরের জেলা সমম্বয়কারী আজিম উদ্দিন এবং মোঃ হারুনার রশিদ,সাংবাদিক,  স্হানীয় গন্যমান্য ব্যক্তিসহ উই প্রকল্পের সদস্য বৃন্দ প্রমুখ।  আলোচনা  সভা প্রধান অতিথি ফিতা কেটে  শুভ উদ্বোধন করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow