ভাঙ্গায় এসএসসি শিক্ষার্থীদের সংগঠন "অঙ্গীকার-৯২"এর ইফতার মাহফিল অনুষ্ঠিত 

ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি
Apr 10, 2024 - 22:57
 0  14
ভাঙ্গায় এসএসসি শিক্ষার্থীদের সংগঠন "অঙ্গীকার-৯২"এর ইফতার মাহফিল অনুষ্ঠিত 

ফরিদপুরের ভাঙ্গায় এসএসসি- ৯২ ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে গঠিত সংগঠন " অঙ্গীকার-৯২" এর আয়োজনে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার  (১০এপ্রিল) ভাঙ্গা বাজার ফুডঘর রেষ্টুরেন্টে সংগঠনের সদস্যরা তাদের বিভিন্ন কর্মক্ষেত্র থেকে অনুষ্ঠানে সমবেত হয়। ইফতার পূর্ব সংগঠনের সদস্য  এবং ফরিদপুর -৪ আসনের সংসদ সদস্য মজিবর রহমান চৌধুরী নিক্সনের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের বিশেষ পৃষ্ঠপোষক দুদক পিপি অ্যাডভোকেট আসাদুজ্জামান রানা, ইকবাল হোসেন বাবুল চাকলাদার, আকরামুজ্জামান ভিপি মিঠু,সাইফুল্লাহ শিকদার টিপু, আরজু মোজাম্মেল তুষার,হেমায়েত হোসেন, সচিবালয় প্রশাসনিক কর্মকর্তা  আসাদুজ্জামান মোড়ল,এইচ,এম হাবিবুর রহমান  আহম্মেদ টুটুল । এ সময় অনুষ্ঠানে আরও  উপস্থিত ছিলেন রেজাউল করিম,গিয়াস উদ্দিন, বজলুর রহমান, মোঃ কাইয়ুম মিয়া,লেবু মিয়া,হাজী নান্নু  প্রমুখ।

আলোচনা সভায় সদস্যরা বলেন,  অঙ্গীকার-৯২ সংগঠনটি স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে  মাননীয় সংসদ সদস্য মজিবর রহমান চৌধুরী নিক্সনের পৃষ্ঠপোষকতায় সেবামূলক কার্যক্রম সহ বিভিন্ন খরা,দুর্যোগে কাজ করে যাচ্ছে। আগামীতে  আরও বৃহত্তর অংশগ্রহনের মাধ্যমে জনকল্যাণমূলক কাজ করে যাবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow