ভাঙ্গায় কলম কিনতে গিয়ে অজ্ঞাত গাড়ির চাপায় প্রাণ গেল স্কুল ছাত্রের
ফরিদপুরের ভাঙ্গায় কলম কিনতে গিয়ে রাস্তা পারাপারকালে অজ্ঞাত গাড়ি চাপায় ইয়াসিন শেখ বাপ্পি (৯) নামে এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের চুমুরদী পোদ্দার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র এবং ওই ইউনিয়নের পোদ্দার পাড়া গ্রামের খোকন শেখের ছেলে। সোমবার বিকেলে ঢাকা- বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুরদী বাস স্ট্যান্ড এলাকায় কলম ক্রয় করার জন্য দোকানে যাওয়ার সময় সড়ক পারাপারকালে এ দুর্ঘটনাটি ঘটে।
ভাঙ্গা হাইওয়ে থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঢাকা -বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুরদী বাস স্ট্যান্ডে ইয়াসিন সেখ বাপ্পী নামে ওই ছাত্র রাস্তা পারাপারকালে অজ্ঞাত গাড়ির চাপায় গুরুতর আহত হয়। পরে স্থানীয় এলাকাবাসী তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ সময় অবস্থার অবনতি ঘটলে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার উপ পরিদর্শক আব্দুল্লাহেল বাকী জানান, আমরা দুর্ঘটনার খবর পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করেছি। স্কুল ছাত্রটি মারা যাওয়ার খবর জানতে পেরেছি।
What's Your Reaction?