ভাঙ্গায় চিকিৎসা কেন্দ্র উদ্বোধন
ফরিদপুরের ভাঙ্গায় মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ভাঙ্গা বাজারের থানা সংলগ্ন সিপিএইচডি ভাঙ্গা হেল্থ কেয়ার লিঃ নামে একটি বেসরকারি চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় ফিতা কেটে সম্পূর্ণ নতুন আঙ্গিকে প্রতিষ্ঠিত চিকিৎসা কেন্দ্রটির উদ্বোধন করেন ফরিদপুর -৪ আসনের সংসদ সদস্য মজিবর রহমান চৌধুরী নিক্সন। চিকিৎসা কেন্দ্রটির চেয়ারম্যান টিটু খানের সভাপতিত্বে বায়েজিদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাদাত হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাহাদাত মাতুব্বর, জাকের পার্টির আলমগীর কবির,মুফতি কাওসার আহমদ সহ অনেকে।
What's Your Reaction?