ভাঙ্গায় চেয়ারম্যানকে জড়িয়ে নানা অপপ্রচার : প্রতিবাদে সংবাদ সম্মেলন

ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি
Feb 15, 2024 - 18:05
 0  17
ভাঙ্গায় চেয়ারম্যানকে জড়িয়ে নানা অপপ্রচার : প্রতিবাদে সংবাদ সম্মেলন

ফরিদপুরের ভাঙ্গায় এক ইউপি চেয়ারম্যানকে জড়িয়ে একটি মহলের নানা অপপ্রচার,হেয় প্রতিপন্ন ও তার মানসম্মান ক্ষুন্ন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নের চেয়ারম্যান আঃ খালেক মোল্লা ইউপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে করা নানা অপপ্রচার, কুৎসা রটনাসহ নানা অপপ্রচার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে তার ভাবমূর্তি ক্ষুন্ন করার অপচেষ্টাকারীদের নিন্দা ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবী জানিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। সংবাদ সম্মেলনে এক লিখিত বক্তব্যে ইউপি চেয়ারম্যান আঃ খালেক মোল্লা বলেন, সম্প্রতি মালীগ্রাম বাজারের নিকট রাস্তার কিছু অবৈধ দোকানঘর উচ্ছেদ করার জন্য আমি স্থানীয় সরকারের প্রতিনিধি হওয়ায় আমাকে নোটিশ দিতে বলা হয় ।আমি সেই মোতাবেক নোটিশ প্রদান করি এবং  বিধি মোতাবেক সেগুলো ভেঙে ফেলা হয়। এতে ইতপূর্বে সুবিধাভোগকারী কতিপয়  লোক আমার প্রতি ক্ষুব্ধ হয়ে উঠে এবং অপপ্রচার চালিয়ে নানা মুখরোচক কথা ছড়াচ্ছে। এছাড়া  গেল জানুয়ারী মাসে বাজারের একজন মাংস ব্যবসায়ী জনৈক খবির মুন্সীর সাথে স্থানীয় দ্বন্দ্বের জ্বেরে সংঘর্ষে সে আহত হয়। ঘটনাটি ভিন্ন খাতে নিতে  একটি সুযোগসন্ধানী মহল আমাকে এবং আমার ছেলে রনিকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বি়ভিন্ন অপপ্রচার চালিয়ে আসছে এবং আমার ছেলেকে মিথ্যা মামলায় অভিযুক্ত করে থানায় অভিযোগ দিয়েছে। মূলত ওই ঘটনার সাথে আমি বা আমার পরিবারের কেউ জড়িত নই। এজন্য আইনের মাধ্যমে জড়িতরা বিচার পাবে।তিনি অভিযোগ করে বলেন,একটি সুযোগসন্ধানী মহল বহুদিন যাবৎ আমার ক্ষতি,সুনাম ও ভাবমূর্তি ক্ষুন্ন করতে অপচেষ্টা চালিয়ে আসছে।  এ নিয়ে চক্রটি প্রায় ১০/১৫ টি মামলা দিয়ে হয়রানি করে আসছে।ইতমধ্যে বেশীর ভাগ মামলাই খারিজ হয়ে গেছে। কিন্তু তবুও  অব্যাহতভাবে চক্রটি তাদের অপকর্ম চালিয়ে আসছে। তিনি অবিলম্বে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ অনলাইন পোর্টাল বিভিন্ন মাধ্যমে তার বিরুদ্ধে আনিত মিথ্যা অভিযোগকারীদের বিরুদ্ধে নিন্দা  ও প্রশাসনসহ সংশ্লিষ্টদের প্রতি দৃষ্টান্তমূলক  শাস্তির দাবি জানান। এ সময়  সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইউপি সদস্য বৃন্দ,সাংবাদিকসহ সুধীজন। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow