ভাঙ্গায় জমাজমির দ্বন্দের জেরে একটি পরিবারের উপর হামলা : নারী সহ দুই জন আহত 

ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি
May 26, 2024 - 20:13
 0  7
ভাঙ্গায় জমাজমির দ্বন্দের জেরে একটি পরিবারের উপর হামলা : নারী সহ দুই জন আহত 

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের মানিকদী গ্রামে জমা- জমির দ্বন্দ্বে প্রতিপক্ষের হামলার শিকার হয়েছে মুন্নু ফকির(৪২) ও তার স্ত্রী সাফিয়া বেগম( ৪০)।

তাদেরকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  এ ঘটনায় ভাঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।  জানা গেছে, মুন্নু ফকির তাদের পৈত্রিক জমিতে বসবাস করে আসছিল। পৈত্রিক জমি,- জমা নিয়ে প্রতিবেশী প্রতিপক্ষ সাইদুল মোল্লা,আবু মোল্লারশষ সাথে দ্বন্দ্ব চলে আসছিল। এ নিয়ে আদালতে মামলা- মোকদ্দমা চলে আসছে। সকালে প্রতিপক্ষ সাইদুল গংরা রাস্তার জন্য মাটি কেটে ভুক্তভোগী মুন্না ফকিরের জমি জোরপূর্বক দখল করতে যায়।  এ সময় মুন্না ফকির কারন জানতে চাওয়া মাত্রই সাইদুল গংরা লাঠি-সোঠা নিয়ে তার উপর হামলা চালায়। এ সময় তার স্ত্রী সাফিয়া বেগম এগিয়ে এলে কিছু বোঝার আগেই তাদের উপর ব্যাপক হামলা চালায়।  তাদেরকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

ভাঙ্গা  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি সাফিয়া বেগম বলেন, আমাদের জমি আমরা ভোগ দখল করে আছি। সকালে প্রভাবশালী চক্রটি আমাদের জমি দখল করতে আসে।আমরা বাধা দিলে প্রতিপক্ষরা আমাদের উপর অতর্কিত হামলা চালিয়ে মারাত্মক আহত করে। আমরা এখন হাসপাতালে চিকিৎসা নিচ্ছি। তিনি দোষীদের শাস্তির দাবী জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow