ভাঙ্গায় জমাজমির দ্বন্দ্বে হতদরিদ্র কৃষককে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের বড় ডাঙারপাড় গ্রামে জমাজমির দ্বন্দ্বের জের ধরে শফি খান(৬৫) নামে বয়োবৃদ্ধ এক কৃষককে হামলা চালিয়ে মারাত্মকভাবে আহত করেছে প্রতিপক্ষরা।এ ঘটনায় তার পুত্র রোমান খানও হামলার শিকার হয়ে আহত হয়। পরে আহত শফি খান উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হামলার শিকার পরিবারের সদস্যরা অভিযোগ করে জানান, আজ সকালে প্রতিবেশী আতাহার শেখ,আছমত শেখ,সোহেল শেখ সহ কয়েক জন সংঘবদ্ধ হয়ে বাড়ির প্রাচীর ভেঙে ফেলে। এ সময় বাধা দিতে গেলে দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। হামলার শিকার রোমান খান জানান, আমাদের বাড়িতে পানির ট্যাংকি নির্মান করলে আতাহার,সোহেল গংরা জোরপূর্বক তা ভেঙে ফেলে। আমি ও আমার পিতা বাধা দিতে গেলে তারা আমাদের উপর অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় ভাঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এ ব্যাপারে ভাঙ্গা থানার উপ-পরিদর্শক কিবরিয়া জানান,হামলার ঘটনায় ভাঙ্গা থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রকৃত ঘটনা উদঘাটন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
What's Your Reaction?