ভাঙ্গায় জাকের পার্টি যুবফ্রন্টের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে বস্ত্র বিতরণ 

ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি
Apr 6, 2024 - 19:42
 0  11
ভাঙ্গায় জাকের পার্টি যুবফ্রন্টের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে বস্ত্র বিতরণ 

বাংলাদেশ জাকের পার্টি যুবফ্রন্টের উদ্যোগে ফরিদপুরের ভাঙ্গায় পবিত্র ঈদ- উল- ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে  হতদরিদ্রের মাঝে শাড়ী, লুঙ্গি বিতরণ ও এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

শনিবার বিকেলে উপজেলার কালামৃধা বাজার চত্বরে আয়োজিত অনুষ্ঠানে শতাধিক হতদরিদ্রের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। জাকের পার্টি যুবফ্রন্ট জেলা শাখার সভাপতি টিটু খানের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা যুবফ্রন্টের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, জাকের পার্টির কুয়েত শাখার প্রচার সম্পাদক মাসুদ খান। এসময় আরও উপস্থিত ছিলেন ইউপি জাকের পার্টির সাধারণ সম্পাদক আক্কাস আলী, আলাল উদ্দিন মাতুব্বর, মাওলানা ওসমান গনি প্রমুখ। 

বক্তব্যে  টিটু খান বলেন,জাকের পার্টির মান্যবর চেয়ারম্যানের নির্দেশক্রমে হতদরিদ্রদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। তিনি সকলকে হতদরিদ্রদের পাশে এগিয়ে আসার আহবান জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow