ভাঙ্গায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
ফরিদপুরের ভাঙ্গায় ২০২৪ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার(৩১ জুলাই) সকালে ভাঙ্গা উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম কুদরত এ খুদার সভাপতিত্বে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জালাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কাওছার ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান এবিএম ইব্রাহিম খলিল, ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মামুন আল রশিদ,নির্বাচন অফিসার মোঃ হাচেন উদ্দিন, ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হায়দার হোসেন প্রমূখ। এ সময় সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন ২০২৪ সালে ভাঙ্গা উপজেলা থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ জিপিএ-৫ প্রাপ্ত ৭৪ জন কৃতী শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও স্কুল ব্যাগ সহ শিক্ষা সামগ্রী তুলে দেন। প্রধান অতিথি মেধাবী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরাই আগামীর ভবিষ্যৎ। তোমাদেরকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশকে ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশ বিনির্মানে এগিয়ে আসতে হবে। এসময় তিনি কোটা আন্দোলনে দেশে শিক্ষার্থী সহ যারা মৃত্যু বরণ করেছে তাদের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন।
তিনি আরও বলেন, দেশে নৈরাজ্য সৃষ্টিকারীরা মুলত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন সহ্য করতে পারছেনা। যারা দেশে নৈরাজ্য, নাশকতার সাথে জড়িত তাদের চিহ্নিত করে শাস্তি প্রদান করা হবে।
What's Your Reaction?