ভাঙ্গায় নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত
ফরিদপুরের ভাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা সংগীত পরিবেশিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইলা রানী কুন্ডের উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম কুদরত- এ খুদার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান। এ সময় আরও বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা জীবাংসু দাস, বীর মুক্তিযোদ্ধা মাহবুব হোসেন মোতালেব,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রবিন বিশ্বাস। এতে আরও উপস্থিত ছিলেন ইউজিডিপি প্রকল্পের কর্মকর্তা সোহেলী আক্তার সহ নানা শ্রেনি-পেশার লোকজন।
What's Your Reaction?