ভাঙ্গায় নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত
ফরিদপুরের ভাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচির মধ্যে দিয়ে যথাযথ মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে সকালে শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্থবক অর্পণ,বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরন, জাতীয় পতাকা উত্তোলন, আলোচনাসভা,পুরস্কার বিতরণ সহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন স্টল পরিদর্শন করেন উপজেলা প্রশাসন সহ বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান,সহকারী কমিশনার ভূমি মেশকাতুল জান্নাত রাবেয়া,উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, বীর মুক্তিযোদ্ধা আঃ আজিজ টুকু মোল্লা, প্রশাসনিক কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ।
What's Your Reaction?