ভাঙ্গায় পুত্রের সাথে অভিমানের জেরে প্রাণ দিলো পিতা

সরোয়ার হোসেন, ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি
Jul 4, 2024 - 20:21
 0  6
ভাঙ্গায় পুত্রের  সাথে অভিমানের জেরে প্রাণ দিলো পিতা

ফরিদপুরের ভাঙ্গায় পুত্রের সাথে অভিমান করে সৌদি প্রবাসী পিতা মতিয়ার কাজী (৩৫) ঘরের আড়ার সাথে ফাঁস দিয়ে  আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে  উপজেলার হামিরদী ইউনিয়নের মাঝিকান্দা গ্রাম থেকে পুলিশ প্রবাসীর লাশ উদ্ধার করে। নিহত প্রবাসী ওই গ্রামের মৃত ওদুদ কাজীর ছেলে। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সৌদি প্রবাসী মতিয়ার কাজী পরিবারের সাথে ঈদঁ করতে ঈদুল আযহার আগে ছুটিতে দেশে আসেন। বাড়ি এসে দেখে তার পুত্র মুন্না কাজী বন্ধুদের সাথে বাজে আড্ডায় সময় কাটায় এবং নানা অসামাজিক কাজে জড়িত হয়ে পড়েছে। পরিবারের লোকজনের কোন কথা অমান্য করে ইচ্ছে স্বাধীন মত চলাফেরা করে এবং বেশীর ভাগ সময়  অনেক রাত করে বাড়িতে ফিরে। এ বিষয় নিয়ে পিতা-পুত্রের সাথে কয়েক দফা কথা কাটা- কাটি ও ঝগড়া হয়।  গত বুধবার দিবাগত রাতেও মুন্না তার বাবা মতিয়ার কাজীর সাথে এ নিয়ে  ঝগড়া করে। এক পর্যায়ে পুত্র মুন্না পিতার উপর চড়াও হয়।

পুত্রের এমন আচরণ ও ব্যবহার দেখে  ঘৃণায় অভিমান করে অবশেষে মনের দুঃখে তার রুমের দরজা বন্ধ করে রাতে ঘরের আড়ার সাথে যে কোন সময় আত্মাহত্যা করে। 

সকালে ঘুম থেকে না উঠায় পরিবারের লোকজন ডাকাডাকি করে। পরে তার রুমের দরজা ভেঙে আড়ার সাথে রঁশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এবং পরে ভাঙ্গা থানা পুলিশ এসে মতিয়ারের লাশ উদ্ধার করে।

এঘটনায় ভাঙ্গা থানার উপ- পরিদর্শক (এসআই) শওকত হোসেন জানান, প্রাথমিক ভাবে ধারনা করছি পুত্রের সাথে অভিমান করে পিতা আত্মহত্যা করেছে। তবে পরিবারের কোন অভিযোগ না থাকায় তাদের অনুরোধে লাশ হস্তান্তর করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow