ভাঙ্গায় পূর্বশত্রুতা ও জমাজমির দ্বন্দের জের ধরে প্রতিপক্ষের উপর  হামলা: নারী সহ আহত-২

সরোয়ার হোসেন, ভাঙ্গা প্রতিনিধি
Apr 30, 2024 - 19:40
 0  6
ভাঙ্গায় পূর্বশত্রুতা ও জমাজমির দ্বন্দের জের ধরে প্রতিপক্ষের উপর  হামলা: নারী সহ আহত-২

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের দীঘলকান্দা গ্রামে পূর্বশত্রুতা ও জমাজমির দ্বন্দের জের ধরে ভুক্তভোগী সেলিম মোল্লা(৩৫) তার মা শাহানারা বেগম(৫৮) এর  উপর পরিকল্পিত হামলা চালিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় তাদেরকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে হামলাকারীদের বিরুদ্ধে ভাঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে প্রকাশ বেশ কিছুদিন যাবৎ প্রতিবেশী আজিজুল মোল্লা ওরফে আবু সবা ও আল আমিন মোল্লাদের  সাথে পূর্ব শত্রুতা ও জমাজমি  নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। এ নিয়ে সোমবার বিকেলে পরিকল্পিতভাবে আজিজুল ও আল আমিন সহ লাঠিসোঠা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘবদ্ধ হয়ে  সেলিম  মোল্লা  ও মা শাহানারা বেগমের উপর  বেদম হামলা চালায়।  এতে সেলিম মোল্লা ও তার মাতা আহত হয়। শাহানারা বেগমের মাথায় ধারালো অস্ত্রের  আঘাত আহত হয়েছেন। পরে তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।  এ ঘটনায় ভুক্তভোগী সেলিম মোল্লা বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে।  

 এ ব্যাপারে ভুক্তভোগী সেলিম মোল্লা বলেন, বেশ কিছুদিন যাবৎ তাদের সাথে আমাদের জমাজমি নিয়ে শত্রুতা চলে আসছিল। তারা পরিকল্পিতভাবে আমাকে এবং আমার মায়ের উপর হামলা চালিয়ে মারাত্মক আহত করেছে। আমরা এর বিচার চাই। 
এ ব্যাপারে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মামুন আল রশিদ জানান,কেউ আইনের উর্ধ্বে নয়।অভিযোগের প্রেক্ষিতে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow