ভাঙ্গায় প্রলোভন দেখিয়ে ৩ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টাঃ থানায় মামলা
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাররা গ্রামে ৩ বছরের এক শিশুকে প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা চালিয়েছে রহিম শেখ(৩৫) নামে এক বখাটে যুবক।
সে ওই গ্রামের খবির শেখের ছেলে। পেশায় সে অটো ভ্যান চালক। তার একটি ছেলে এবং দুইটি মেয়ে রয়েছে বলে প্রকাশ। রোববার দুপুরে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় সোমবার রাত দুইটার দিকে শিশুর মা বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি ধর্ষণ চেষ্টার মামলা করেছেন। ঘটনার পর থেকে ওই বখাটে পলাতক রয়েছে।
পুলিশও পরিবারের সূত্রে জানা গেছে, বখাটে যুবক রহিমের ছেলের সঙ্গে খেলাধুলা করতে যায় ওই শিশুটি। পরে বখাটে রহিম তার ছেলেকে মোবাইল হাতে দিয়ে অন্যত্র সরিয়ে দিয়ে শিশুটিকে প্রলোভন দেখিয়ে বাড়ির পাশে পুকুরপাড়ের গাছের ঝোপের মধ্যে নিয়ে যায়। সেখানে নিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায় বখাটে। এ সময় শিশুটির চিৎকারে পার্শ্ববর্তী এলাকার এক মহিলা পুকুর পাড়ে কাপড় ধোওয়ার জন্য আসে। এ সময় মেয়েটির চিৎকার শুনে এগিয়ে গেলে সে পালিয়ে যায়। পরে বাচ্চাটিকে উদ্ধার করে তার মায়ের কাছে পৌঁছে দেন। বিষয়টি এলাকায় জানাজানি হলে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা প্রথমে গোপনে মীমাংসার চেষ্টা চালায়। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনার সত্যতা পায়। এক পর্যায়ে মেয়েটির মা বাদী হয়ে ভাঙ্গা থানায় মামলা রুজু করেন।
এ ঘটনায় মামলার তদন্তকারী অফিসার পুলিশের উপ-পরিদর্শক(এসআই) আব্দুল হক ঘটনাটি নিশ্চিত করে জানান, শিশুটিকে প্রলোভন দেখিয়ে পুকুরপাড়ে নিয়ে ধর্ষণের চেষ্টা চালিয়েছে ওই বখাটে রহিম। এ বিষয়ে মামলা নেওয়া হয়েছে রহিমের বিরুদ্ধে । আসামি গ্রেফতার করার চেষ্টা চলছে।
What's Your Reaction?