ভাঙ্গায় ফেসবুকে কমেন্ট করা নিয়ে তুলকালাম কান্ড : হামলা,ভাংচুর
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ফেসবুকে কমেন্টস করা নিয়ে ঘটেছে তুলকালাম কান্ড। এ নিয়ে দু,দফা হামলার ঘটনা ঘটেছে বলে প্রকাশ। ঘটনার জেরে ইতালি প্রবাসী রবিউলের বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে । গতকাল উপজেলার আজিমনগর ইউনিয়নের পুকুরপাড় গ্রামে সংঘটিত ঘটনায় ওই প্রবাসীর স্ত্রী সাবিনা বেগম থানায় অভিযোগ দিয়েছেন।অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের ইতালি প্রবাসী রবিউল হাওলাদারের সঙ্গে পূর্ব শত্রুতা নিয়ে একই গ্রামের জামাল হাওলাদারের সঙ্গে ফেসবুকে বিভিন্ন কমেন্ট পাল্টা কমেন্ট লিখালিখি হয়। রবিউল ইত্যালিতে ও জামাল দেশে থেকে মোবাইলের মাধ্যমে মেসেজ প্রদান এবং পাল্টা মেসেজ আদান প্রদান করা হয়। এ নিয়ে শুরু হয় তীব্র উত্তেজনা।
এর জের ধরে জামাল হাওলাদার লিটু হাওলাদার ও মনির হাওলাদার, ইতালি প্রবাসী রবিউলকে না পেয়ে বড় ভাই কিরাম হাওলাদার কে আজিমনগর বাঁশতলা এলাকায় একা পেয়ে মারধর করে। পরবর্তীতে তারা আরও হামলার প্রস্তুতি নেয় প্রতিপক্ষ জামাল হাওলাদার । এক পর্যায়ে তারা আবার গ্রামে এসে সঙ্গবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রবাসী রবিউলের বাড়িতে গিয়ে ভাংচুর,লুটপাট করে ব্যাপক তান্ডব চালায়। এ সময় তারা রবিউলের চাচাতো ভাই আলেম হাওলাদারের একটি দোকান ভাঙচুর এবং লুটপাট চালায় হামলাকারীরা।এ ঘটনায় প্রবাসী রবিউলের স্ত্রী বাদী হয়ে ভাংগা থানায় অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে স্থানীয় ইউপি মেম্বার জহির হাওলাদার জানান, মোবাইল ফোনে কথা কাটাকাটির জন্য জামাল হাওলাদার যে তান্ডব চালিয়েছে সত্যি দুঃখজনক। আমরা গ্রামবাসী এই তান্ডবের নিন্দা জানাই।
What's Your Reaction?