ভাঙ্গায় বিনামূল্যে ৫ শতাধিক রোগীকে চিকিৎসা দিল পল্লী মঙ্গল কর্মসূচি

ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি
May 13, 2024 - 19:00
 0  6
ভাঙ্গায় বিনামূল্যে ৫ শতাধিক রোগীকে চিকিৎসা দিল পল্লী মঙ্গল কর্মসূচি

ফরিদপুরের ভাঙ্গায় সরকারের চিকিৎসা সেবা জনগনের মাঝে ছড়িয়ে দিতে পল্লী মঙ্গল কর্মসূচি ( পিএমকে) এর উদ্যোগে বিনামূল্যে ৫ শতাধিক হতদরিদ্র রোগীর মাঝে স্বাস্থ্য,গাইনি ও চক্ষু রোগ সহ নানা বিষয়ে চিকিৎসা ঔষধ ও পাওয়ারের চশমা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার  সকালে পল্লী মঙ্গল কর্মসূচি ( পিএমকে) ভাঙ্গা  শাখার আয়োজনে  ভাঙ্গা মহিলা কলেজ রোড সংলগ্ন পল্লী মঙ্গল কর্মসূচির নিজ কার্যালয়ে এ কর্মসূচিতে উপকারভোগী,সংস্থার পদস্থ কর্মকর্তা- কর্মচারী ও নানা পেশার লোক উপস্থিত ছিলেন। 

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী মঙ্গল কর্মসূচি( পিএমকে) ফরিদপুর জোনের প্রধান সহকারী পরিচালক লুৎফর রহমান মজুমদার।এ সময় উপস্থিত ছিলেন পল্লী মঙ্গল কর্মসূচি( পিএমকে) প্রধান কার্যালয়ের প্রোগ্রাম ইনচার্জ ( স্বাস্থ্য)ডাঃ মোঃ মনিরুজ্জামান।অনুষ্ঠানে আরও উপস্থিত  ছিলেন পল্লী মঙ্গল কর্মসূচি(পিএমকে) ভাঙ্গা এরিয়া  শাখার সহকারী প্রোগ্রাম ম্যানেজার মোঃ আব্দুল্লাহ আল মামুন ,ভাঙ্গা শাখা ব্যবস্থাপক চিত্তরঞ্জন রায়, ফরিদপুর জোনের আইটি  অফিসার শুভ শাহা,জোনাল হিসাব রক্ষক রাকিব হাসান প্রমুখ।
প্রধান অতিথি মোঃ লুৎফর রহমান মজুমদার বলেন, পল্লী মঙ্গল কর্মসূচি মাননীয় প্রধানমন্ত্রীর মানবতার ডাকে সাড়া দিয়ে হতদরিদ্র রোগীদের সেবা করে যাচ্ছে। তাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow