ভাঙ্গায় বিলের ভিতর মিললো কঙ্কালসার মানুষের মৃতদেহ

সরোয়ার হোসেন, ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি
Jun 28, 2024 - 18:43
 0  10
ভাঙ্গায় বিলের ভিতর মিললো কঙ্কালসার মানুষের মৃতদেহ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের পাতরাইল দিঘীরপাড় নয়াকান্দী গ্রামের বিলের ধান ক্ষেতের মধ্যে থেকে  এক ব্যক্তির কঙ্কালসার মৃতদেহ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ ও সিআইডির যৌথ দল।

শুক্রবার (২৮জুন) দুপুরে ওই গ্রামের ধান ক্ষেত থেকে কঙ্কালটি উদ্ধারের পর মরদেহটি পার্শ্ববর্তী উপজেলার কালামৃধা ইউনিয়নের পাতরাইল গ্রামের মোতালেব হাওলাদারের বলে তার স্বজনেরা সনাক্ত করে। 

পুলিশে ও স্থানীয় সূত্রের জানা গেছে, কয়েক কৃষক  গ্রামের বিলের মধ্যে কৃষি জমিতে কাজ করতে গেলে ধান ক্ষেতে কঙ্কাল এর কিছু  মাথা ও হাড়গোড় বিচ্ছিন্ন অবস্থায় দেখতে পায়। পরে ভাঙ্গা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ও জেলা সিআইডির একটি টিম ঘটনাস্থলে এসে  ধান ক্ষেত থেকে মানুষের একটি কঙ্কালসার মৃতদেহ উদ্ধার করে । পরে মৃতের ছেলে পরনের পোশাক দেখে মরদেহটি তার পিতার বলে সনাক্ত করে। 

 মুতের ছেলে মিজানুর হাওলাদার জানান, প্রায়  একমাস পূর্বে পার্শ্ববর্তী শিবচর উপজেলায় তার এক মামাতো ভাইয়ের মৃতের সংবাদ পেয়ে  আমার বাবা দেখতে গিয়ে   আমার বাবা নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করার পর তাকে কোথাও  না পেয়ে ভাঙ্গা থানায় একটি জিডি করা হয়। আজ স্থানীয় কয়েক কৃষক  ঘাস কাটতে আসলে তারা জমির ধানক্ষেতের মধ্যে একটি  কঙ্কাল দেখতে পায়। খবর পেয়ে কঙ্কালসার মরদেহের পরনের লুঙ্গি ও একটি গামছা দেখে  এটি আমার বাবার মরদেহ বলে  সনাক্ত করি।

 এদিকে মৃতের পরিবারের সদস্যরাও কঙ্কালসার  মৃতদেহের পরিধান করা লুঙ্গি দেখে এটি মোতালেব হাওলাদারের মৃতদেহ বলে সনাক্ত করেন। গত প্রায় একমাস ধরে তিনি নিখোঁজ ছিলেন বলে জানান তারা।এছাড়া তিনি মানসিক রোগে আক্রান্ত ছিলেন বলে তারা জানান।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার ( ভাঙ্গা সার্কেল)তালাত মাহমুদ শাহানশাহ বলেন, কালামৃধা ইউনিয়নের নোয়াকান্দা গ্রামের ফসলি মাঠের ভিতর কঙ্কাল পাওয়ার খবর  পাই।কঙ্কাল টি ছিন্নবিচ্ছিন্ন ছিল। আজ সকালে সরেজমিনে এসে দেখি এটি প্রায় মাসখানেক যাবত পরে ছিল। 

তিনি় আরও বলেন, থানায় একটি নিখোঁজ জিডি করা হয়। সেই জিডির ভিত্তিতে  লাশটিল পরিহিত পোশাক দেখে  প্রাথমিকভাবে সনাক্ত  করা হয়েছে। ওই ব্যক্তি ৭২ বছর বয়সি একজন বৃদ্ধা। সে পার্শ্ববর্তী শিবচরের একটি জানাযায় অংশ নিয়ে বাড়ি ফেরার পথে  তিনি পথ হারিয়ে মাঠের মধ্যে অসুস্থ হয়ে  মৃত্যুবরণ করে থাকতে পারেন। আমরা ডিএনএ স্যাম্পল সংগ্রহ করেছি পরিবারের সাথে ডিএনএ স্যাম্পল মিলাবো। এরপর একটি অপমৃত্যু মামলা রুজু করবো। পরবর্তীতে আর কোন তথ্য উদঘাটন হলে আমরা তখন আইনগত ব্যবস্থা গ্রহন করবো।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow