ভাঙ্গায় মৎস্যজীবিদের মাঝে বিনামূল্যে উপকরণ ও স্মার্ট আইডি কার্ড  বিতরণ 

সরোয়ার হোসেন, ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি
Jul 11, 2024 - 18:39
 0  60
ভাঙ্গায় মৎস্যজীবিদের মাঝে বিনামূল্যে উপকরণ ও স্মার্ট আইডি কার্ড  বিতরণ 

ফরিদপুরের ভাঙ্গায় মৎস্য অধিদপ্তরের আওতায় উপজেলার মৎস্য চাষি ও নিবন্ধিত মৎস্যজীবিদের মাঝে বিনামূল্যে মৎস্য  উপকরণ ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে  উপজেলা মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তীর সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম কুদরত এ খুদার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার পিএএ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার,নবনির্বাচিত ভাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ  কাওসার ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) তালাত মাহমুদ শাহানশাহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোমিনুর রহমান,মৎস্য চাষী সমবায় সমিতির নেতা জগদীশ চন্দ্র মালো,মৎস্য উদ্যোক্তা রাজিব মাহমুদ প্রমূখ।অনুষ্ঠানে ৩১ জন মৎস্য চাষিকে ৬২ টি ছাগল, ছাগল লালন পালনের খোঁয়াড়, ২০ জন জেলেকে জাল ও নৌকা ও অন্যান্য উপকরণ  সহ স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়। 

বিভিন্ন তথ্য তুলে ধরে মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তী জানান,  উপকারভোগী  ১৪০ জন জেলেদের স্মার্টকার্ড, ৩১ টি খোঁয়াড়, ৬২ টি ছাগল, ৬২০ কেজি খাবার,১০ জন পেনে মাছ চাষীদের জাল,খাবার, ২ টি  খাঁচায়  মাছ চাষের  জন্য ২০ জনকে ২ টি নৌকা সহ সাইনবোর্ড দেওয়া হয়। এছাড়া শামুক উন্নয়ন ও সংরক্ষণ প্রকল্পের আওতায় ১ টি নৌকা, বানা,চুন- সার সরিষার খৈল সহ সাইনবোর্ড,মুক্তাচাষ প্রকল্পের আওতায় জাল,চুন- সার দেওয়া হয়। অপরদিকে ১ টি কৈ,শিং,মাগুর  মাছের প্রদর্শনীর জন্য  জাল,চুন- সার,সরিষার খৈল এবং মুক্তা চাষ প্রদর্শনীর  জন্য জাল,সাইনবোর্ড, সার সহ উপকরণ বিতরণ করা হয়।



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow