ভাঙ্গায় রাস্তার ময়লা ও ড্রেন পরিস্কার করলেন শিক্ষার্থীরা

ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি
Aug 12, 2024 - 17:15
 0  7
ভাঙ্গায় রাস্তার ময়লা ও ড্রেন পরিস্কার করলেন শিক্ষার্থীরা

ফরিদপুরের ভাঙ্গায় ব্যস্ততম সড়ক,সড়কের পাশে জমে থাকা ময়লা এবং ড্রেনের ময়লা পরিস্কার করলেন স্কুল,কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা।

উপজেলার ভাঙ্গা-মাওয়া- ঢাকা এক্সপ্রেসওয়ের মালীগ্রামে রাস্তায় জমে থাকা ময়লা এবং দু,পাশের ড্রেন পরিস্কার করেন তারা।

বেশ কিছুদিন ধরে ময়লার স্তব সড়কের পাশে পড়ে থাকায় প্রচন্ড দুর্গন্ধে পথচারীরা নাক মুখ কাপড় দিয়ে  চেপে চলাফেরা করতো। বাজারের যত ময়লা রাস্তার পাশে ফেলানোর  ফলে সড়কের ড্রেনেজ ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ায় বৃষ্টি নামলেই তলিয়ে যায় রাস্তা। এতে হাটু পানিতে ভরে যাওয়ায় পথচারী এবং যানবাহনগুলোর চলাচলে বিঘ্ন ঘটতো। ফুটপাতের রাস্তায় এমন অব্যবস্থাপনায় মাঠে নামে শিক্ষার্থীরা। বেশ কিছু শিক্ষার্থী জড় হয়ে পরিস্কার করার সরঞ্জাম নিয়ে  রাস্তার আবর্জনা পরিস্কারের জন্য  পরিচ্ছন্নতা অভিযান চালায়।

সোমবার সকালে  উপজেলার মালীগ্রামে মাহি উদ্দিন খালাসি, নোমান মোল্লা, রিফাত খালাসী,রানা,জাহিদুল  সহ বেশ কিছু শিক্ষার্থী পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশগ্রহন করেন। শিক্ষার্থীদের এসব কাজে যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে।

শিক্ষার্থীরা অভিমত ব্যাক্ত করে বলেন, দেশের ক্রান্তিলগ্নে ছাত্রসমাজ কাজ করে যাবে।দেশের উন্নয়নে যে কোন কল্যানমূলক কাজে শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow