ভাঙ্গায় সবল প্রকল্পের স্থানীয় নেতৃত্বে ষ্টোকহোল্ডার ফোরাম গঠন-শীর্ষক কর্মশালা
ফরিদপুরের ভাঙ্গায় নারীদের অংশগ্রহন,সকল শ্রেনী- পেশার মানুষের মতামতের ভিত্তিতে সবল প্রকল্পের আওতায় কৃষকদের জীবনমান উন্নত করার লক্ষ্যে উপজেলা মাল্টি ষ্টোকহোল্ডার ফোরাম গঠন- শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার প্রশিকা উন্নয়ন সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগী নারী,প্রকল্পের পদস্থ কর্মকর্তা ,বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বনিক সমিতির নেতৃবৃন্দ,শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, জনপ্রতিনিধি,সাংবাদিক,গন্যমান্য ব্যাক্তিবৃন্দ উপস্থিত ছিলেন।ভাঙ্গা নারী সামাজিক এসোসিয়েশনের উদ্যোগে “উলাসী সৃজনী সংঘের বাস্তবায়নে কর্মশালায়, স্ববল প্রকল্পের আওতাধীন কৃষক ও মাল্টি ষ্টোকহোল্ডার ফোরাম সদস্যদের মাঝে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়মিত আদান প্রদান,প্রকল্পের আওতায় কৃষকদের কার্যকলাপে সহযোগিতার প্লাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত করা, পারিবারিক, সামাজিক ও আর্থিকভাবে নারীর ক্ষমতায়নে সার্বিকভাবে কাজ করা, প্রকল্পের মাধ্যমে সমাজে পিছিয়ে পড়া নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বি এবং দক্ষ করে গড়ে তোলাই এর উদ্যেশ্য। ভাঙ্গা নারী সামাজিক এসোসিয়েশনের সভাপতি মাবিয়া বেগমের সভাপতিত্বে স্ববল প্রকল্পের উপজেলা সমন্বয়কারী আবুল বাশারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জালাল উদ্দীন, মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবত্তী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোমিনুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সেলিম মিয়া, সমবায় কর্মকর্তা ইশতিয়াক আহমেদ ,প্রানী সম্পদ কর্মকর্তা মাসুম বিল্লাহ, বিষয়ক কর্মকর্তা ইলা রানী কুন্ড,উই প্রকল্পের জেলা সমন্বয়কারী আজিম উদ্দীন প্রমুখ । এ সময় আরও উপস্থিত ছিলেন কৃষি উপসহকারী কর্মকর্তা, ইউপি সদস্য ,প্রকল্পের পদস্থ কর্মকর্তা, কর্মচারী, জনপ্রতিনিধি, সাংবাদিক,প্রকল্পের সদস্য বৃন্দ প্রমুখ।
What's Your Reaction?