ভারতে মহানবীর নামে কটূক্তির প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বৃষ্টি উপেক্ষা করে প্রতিবাদ মিছিল ও সভা

আখনক ভুঁইয়া সাআদ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
Sep 26, 2024 - 20:48
 0  5
ভারতে মহানবীর নামে কটূক্তির প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বৃষ্টি উপেক্ষা করে প্রতিবাদ মিছিল ও সভা

ভারতের মহারাষ্ট্রে হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেবির সাংসদ নিতেশ রানে কর্তৃক মহানবী হযরত মোহাম্মত (সাঃ) কে কটূক্তির প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বৃষ্টি উপেক্ষা করে ব্রাহ্মণবাড়িয়া কওমী ছাত্র ঐক্য পরিষদের আয়োজনে শহরের জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার প্রাঙ্গন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশ করে। এতে ব্রাহ্মণবাড়িয়া ছাত্র ঐক্য পরিষদের সভাপতি মাওলানা ফখরুল হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তারিক জামিলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র ঐক্য পরিষদের মুখপাত্র মাওলানা ওমর ফারুক, জেলা হেফাজত ইসলামের প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া খান, জেলা যুব ফোরামের সভাপতি মাওলানা জুনাইদ কাসেমি, জামিয়া ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা আনোয়ার বীন মুসলীম প্রমুখ। এসময় বক্তারা অবিলম্বে রাসুল সাঃ নামে কটুক্তির তীব্র প্রতিবাদ এবং রামগিরি মহারাজ ও নিতেশ রানে কে দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি দিতে ভারত সরকারের প্রতি আহ্বান  জানান। অন্যথায় ভারত অভিমুখী লং মার্চের হুশিয়ারী দেন বক্তারা। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow