ভারতে রাসুল (সা.) কটুক্তির প্রতিবাদে নগরকান্দায় বিক্ষোভ মিছিল
ভারতে মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ রাসুল (সা.) কে নিয়ে কটুক্তি এবং বিজেপির সাংসদ নিতেশ রানের ঐ বক্তব্য সমর্থন করার প্রতিবাদে ফরিদপুরের নগরকান্দায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তৌহিদী জনতা।
শুক্রবার (৪ অক্টোবর) বাদ জুম্মা ফরিদপুরের নগরকান্দা বাজার মসজিদের নিকট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মডেল মসজিদ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মুফতি ইসমাতুল্লাহ কাছেমীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মুফতি আসাদুজ্জামান কাসেমী, মুুফতি ফরিদউদ্দীন মাসুদ, নগরকান্দা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, মাওলানা ইমরান হোসেন, মাওলানা আব্দুল মান্নান,মাওলানা আজিজুল হক মাদানী,অধ্যাপক কাজী আফতাব হোসেন প্রমুখ।
সমাবেশে বক্তারা ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ এবং তাকে সমর্থনকারী বিজেপির সাংসদ নিতেশ নারায়ণ রানের বিরুদ্ধে থানায় অসংখ্য মামলা হলেও এখনো রাজ্য সরকার তাদের গ্রেফতার না করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা আরও বলেন, রামগিরি মহারাজ গত আগস্ট মাসে রাসূল সা:-এর নামে জঘন্য কটূক্তিমূলক বক্তব্য দেন। এর প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে ওঠে মহারাষ্ট্রের মুসলিম জনতা। রামগিরির বিরুদ্ধে রাজ্যজুড়ে ৫০টিরও বেশি মামলা হয়। রামগিরির পক্ষে সমর্থন জানিয়ে একের পর এক মুসলিমবিদ্বেষী বক্তব্য দিতে থাকেন মহারাষ্ট্রের বিজেপির হিন্দুত্ববাদী সাংসদ নিতেশ রানে। এক বক্তব্যে নিতেশ হুমকি দিয়ে বলেন, রামগিরি মহারাজের বিরুদ্ধে যারা কথা বলবে, মসজিদে ঢুকে তাদের পেটানো হবে। নিতেশের বিরুদ্ধেও বেশ কয়েকটি মামলা হয়েছে। আগামীতে ভারতীয় দূতাবাস ঘেরাও সহ কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন বক্তারা।
What's Your Reaction?