ভাষা শহীদদের প্রতি থানচি বিএনপির শ্রদ্ধা জ্ঞাপন

থানচি(বান্দরবান) প্রতিনিধি
Feb 21, 2025 - 17:51
 0  45
ভাষা শহীদদের প্রতি থানচি বিএনপির শ্রদ্ধা জ্ঞাপন

বান্দরবানের থানচি উপজেলা বিএনপি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের  প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

শুক্রবার২১ ফ্রেরুয়ারী সকাল ৭ টায় উপজেলা পরিষদ চত্তরে অবস্থিত শহীদ মিনারে পুস্পস্তবক অর্পনের শ্রদ্ধা নিবেদন করেন।  এসময় বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঢল নামে উপজেলা পরিষদ চত্তরে। 

 উপজেলা বিএনপির সভাপতি  ও জেলা পরিষদের সদস্য খামলাই ম্রো  নেতৃত্বে, উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি সহসভাপতি ও বলিপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ক্যসাউ হেডম্যান, সদর ইউপি বিএনপির সভাপতি আবদুল নোমান,নির্বাহী সদস্য মংসাগ্য মারমা,উচমং মারমা, যুবদলের সভাপতি মংসিংহাই মারমা,তিন্দু ইউনিয়ন বিএনপির সভাপতি শৈবাথোয়াই মারমা, বলিপাড়া বিএনপি নেতা মংসিংউ মারমা, উবানু মারমা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জওয়াইপ্রু মারমা,হাকুরাম ত্রিপুরা,লাপ্রা ত্রিপুরা,আবদুল কুদুজ্জ মেম্বারসহ  বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী বৃন্দ। 
ভাষা শহিদদের শ্রদ্ধা নিবেদন শেষে স্থানীয়
সাংবাদিকদের বিএনপি সভাপতি খামলাই ম্রো বলেন, ইতিহাসের একটি বিরল অংশ ভাষার জন্য জীবন দেওয়া। প্রায় ১৬ বছর ফ্যাসিবাদের করাল থাবায় আমাদের মত প্রকাশ করতে পারি নাই। ছাত্র- জনতা আবারও আমরা যে স্বাধীনতা পেয়েছি ওখানে জীবন দিয়েছেন শহিদ আবু সাঈদসহ
অনেকে। আমাদের আবার নিজেকে গড়তে শপথ নিতে হবে। ৫২ এর ভাষা আন্দোলন থেকে জুলাই পর্যন্ত যারা জীবন দিয়েছেন তারা তখন সফল হবে  যখন আমরা সুন্দর বাংলাদেশ গড়তে পারবো।আমি আবারও ভাষা শহিদদের আত্মার শান্তির কামনা করছি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow