ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

মাহমুদুল হাসান, স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়াঃ
Mar 9, 2025 - 13:26
 0  2
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় মূল্য তালিকা প্রদর্শন না করা ও বেশি দামে সয়াবিন তেল বিক্রির অভিযোগে তিনটি পাইকারি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (৮ মার্চ) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম শহরের জগত বাজারে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে তেল বিক্রির পাইকারি প্রতিষ্ঠানগুলো মূল্য তালিকা প্রদর্শন না করা, ক্রয়-বিক্রয়ের তথ্য সংরক্ষণ না করা এবং কিছু প্রতিষ্ঠান প্রদর্শিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি করছিল।

এ সময় আয়াত অয়েল মিলকে ৩ হাজার টাকা, মেসার্স কাউসার ট্রেডার্সকে ৩ হাজার টাকা এবং সুরজিত স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানগুলোকে মূল্য তালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

এ অভিযানে কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ-এর সাধারণ সম্পাদক এস এম শাহীন এবং পাঁচ সদস্যের আনসার ব্যাটলিয়নের একটি দল উপস্থিত ছিলেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম জানান, অভিযুক্ত তিনটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী জরিমানা করা হয়েছে এবং এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow