ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফরিদপুরে তিন প্রতিষ্ঠান কে জরিমানা করেছে
ফরিদপুরে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় তারা ৩১ হাজার টাকা জরিমানা করেন। বৃহস্পতিবার ফরিদপুর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় ডিমের দামে কারসাজি, ক্রয় রসিদ না থাকা, মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষণ ও প্রদর্শন না করার অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে ৩১ হাজার টাকা জরিমানা করা হয়।
সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ। তিনি বলেন, ফরিদপুর শহরের বিভিন্ন স্থানে তদারকি করা হয়। এসময় ডিমের দামে কারসাজি করা, ক্রয়—বিক্রয় রসিদ না থাকা, মূল্যতালিকা যথাযথভাবে সংরক্ষণ ও প্রদর্শন না করার অপরাধে দিশারী ট্রেডার্স, মোল্যা ষ্টোর এবং মিতালী ট্রেডার্সকে ৩১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান চলবে।
এসময় জেলার সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা শাহাদাত হোসেন এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে অভিযানে সার্বিক সহযোগিতা করেন।
আগামীতেও জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তারা জানান।
What's Your Reaction?