ভয়াবহ দুর্ঘটনার কবলে ইবি শিক্ষার্থীবাহী বাস, আহত ২৫ 

ইবি প্রতিনিধি
Feb 25, 2025 - 20:20
 0  4
ভয়াবহ দুর্ঘটনার কবলে ইবি শিক্ষার্থীবাহী বাস, আহত ২৫ 

কুষ্টিয়া শহর থেকে ক্যাম্পাসে ফেরার পথে উল্টে গেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষার্থীবাহী ভাড়ায় চালিত একটি বাস ( সুহাইল)। আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে ক্যাম্পাস পার্শ্ববর্তী বৃত্তিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এতে গুরুতর একজনসহ ২৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন। গুরুতর আহত হিসাব  বিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের ২০২৩-২৪ বর্ষের শিক্ষার্থী আরিয়ান সাগর। 

প্রত্যক্ষদর্শীরা বলেন, কুষ্টিয়া থেকে সকাল ১০ টায় বাসটি ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে আসে। বাসটি দ্রুত গতিতে চলছিলো। এসময় সামনে থাকা পরিবহনকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়ক থেকে ছিটকে ধান ক্ষেতে পড়ে যায়। অনেকের অভিযোগ বাসচালক প্রায়ই বেপরোয়া গাড়ি চালায়। তাছাড়া অনেক চালকের ড্রাইভার লাইসেন্স নেই। 

পরিবহনে দায়িত্বরত মনিরুজ্জামান বলেন, গাড়ির ফিটনেস, ড্রাইভারের লাইসেন্স আছে কিনা সে বিষয়ে পরিবহন দপ্তরে কোনো ডকুমেন্টস নাই 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় গাড়ি সরবরাহে চুক্তিবদ্ধ ওয়েসিস ট্রেডিং এজেন্সির নুরুল ইসলাম বলেন, আমাদের সুহাইল গাড়ি সব কাগজপত্র ঠিক আছে। ড্রাইভারে লাইসেন্সও আছে। তবে রাস্তা খারাপ ও রাস্তায় বিভিন্ন ভ্যান, ট্রাক থাকায় ড্রাইভার হয়তো নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, শোনার পরপরই আমরা ঘটনাস্থলে আসি। প্রায় ২৫ জন শিক্ষার্থীর মতো আহত হয়েছে। আহতদের কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে। গুরুতর আহত সাগরের জ্ঞান না ফেরায় চিকিৎসকের পরামর্শে  তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
এছাড়া অন্য কারোর উচ্চতর চিকিৎসার প্রয়োজন পড়লে বাইরে পাঠানো হবে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow