মঠবাড়িয়ায় পরিত্যক্ত বাড়ির বাগান থেকে যুবতীর অর্ধগলিত লাশ উদ্ধার

পিরোজপুরের মঠবাড়িয়ায় একটি পরিত্যক্ত বাড়ির বাগান থেকে এক অজ্ঞাত যুবতীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের উত্তর সোনাখালী গ্রামের জনৈক মিরাজুল ইসলামের ফাঁকা বাড়ির বাগানে লাশটি পাওয়া যায়। স্থানীয়দের ভাষ্য, ওই বাড়িতে কেউ না থাকায় এটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল। বিকেলে আশপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা সেখানে গিয়ে ২৫-৩০ বছর বয়সী এক নারীর মরদেহ দেখতে পান। লাশটি পচে চেহারা বিকৃত হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে ওই নারীকে অপহরণ করে সেখানে নিয়ে আসা হয় এবং সম্ভবত ধর্ষণের পর হত্যা করা হয়েছে।
মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। ফরেনসিক বিশ্লেষণের জন্য সিআইডির একটি বিশেষ দলকে ডাকা হয়েছে, পাশাপাশি লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
What's Your Reaction?






