মদ গাঁজা ফেনসিডিল সহ মাদকের চালান আটক
সোমবার (২৩শে ডিসেম্বর) ভোর পাঁচটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের সলিমগঞ্জ দাস পাড়ায় নবীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাকের নির্দেশনায় এসআই আব্দুল মোনাফ ও এসআই স্বপন কুমার দাস সঙ্গীয় ফোর্সদের নিয়ে ৯৬ বোতল বিদেশী মদ, ২ বোতল ফেন্সিড্যাল, ১ কেজি গাঁজা ও ৪ টি মোবাইল সেট সহ অপু মিয়া (২৪) কে গ্রেফতার করা হয়েছে। নবীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, থার্টি ফার্স্ট নাইট এর জন্য বিপুল পরিমানে মাদক বিক্রয়ের উদ্দেশ্যে আনা হয়েছে। আসামিকে জিজ্ঞাসাবাদে তার সত্যতা পাওয়া গেছে।
অফিসার ইনচার্জ আরো বলেন, মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে, মাদক নির্মূলে সহায়তা করার জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
What's Your Reaction?