মধুখালীতে আইন-শৃঙ্খলা রক্ষায় সমন্বিত উদ্যোগের তাগিদ

পার্থ রায়, মধুখালী প্রতিনিধি, ফরিদপুরঃ
Apr 28, 2025 - 16:43
 0  10
মধুখালীতে আইন-শৃঙ্খলা রক্ষায় সমন্বিত উদ্যোগের তাগিদ

সমাজে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত প্রচেষ্টার ওপর জোর দিয়েছেন মধুখালীর নেতৃবৃন্দ ও প্রশাসনিক কর্মকর্তারা। সোমবার (২৮ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদের মাল্টিপারপাস হলরুমে আয়োজিত আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ আহ্বান জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবু রাসেল।

সভায় উপজেলার সকল সরকারি দপ্তরের প্রধানগণ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, বীর মুক্তিযোদ্ধা এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ অংশ নেন।

বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ এরফানুর রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, মধুখালী থানার সাব-ইন্সপেক্টর মোঃ তারেক, মধুখালী উপজেলা বিএনপির সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরান, সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম আবুল এবং মধুখালী পৌর বিএনপির সভাপতি মোঃ শাহাবুদ্দীন আহম্মেদ সতেজসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, মাদক, ইভটিজিং, চুরি-ছিনতাইসহ সব ধরনের অপরাধ দমনে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও জোরদার করার তাগিদ দেওয়া হয়। শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা রক্ষায় নিয়মিত মনিটরিং ও জনস্বার্থে ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন নিয়েও আলোচনা হয়।

সভাপতির বক্তব্যে ইউএনও মোঃ আবু রাসেল বলেন, “মধুখালীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক হলেও আরও উন্নতির জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সরকারের আইন-কানুন যথাযথভাবে পালন এবং সমাজ থেকে অপরাধ নির্মূলের লক্ষ্যে সবাইকে সচেতন হতে হবে।”

সভা শেষে সর্বসম্মতিক্রমে আগামী মাসের কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয় এবং সভার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow