মধুখালীতে প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
বুধবার ফরিদপুরের মধুখালী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে প্রাথমিক শিক্ষা পদক ২০২৪এর পদজ বিতরণ করা হয়। উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পদক ও সনদপত্র বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. আবু রাসেল।
উপজেলা শিক্ষা অফিসার মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে পদক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) মো. এরফানুর রহমান, ইউআরসি ইন্সট্রাক্টর কাজি রবিউল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার অধীর কুমার বিশ্বাস, মো. মহিউদ্দিন মিয়া ও কানিজ ফাতেমা প্রমূখ।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষকের উপস্থিতিতে প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা শিক্ষা অফিসার মো. সিরাজুল ইসলাম ঢাকা বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার, উদ্দীপন বিদ্যানিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয় ফরিদপুর জেলার শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় এবং একই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শারমীম আখতারকে ফরিদপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা, ভূষনা লক্ষণদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ সাখাওয়াৎ হোসেনকে মধুখালী উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সাইফুজ্জামান শিমুলকে ফরিদপুর জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক, শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রাবেয়া সুলতানাকে মধুখালী উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা, বৈকুণ্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আল্পনা বিশ্বাসকে মধুখালী উপজেলার শ্রেষ্ঠ কাব শিক্ষক এবং আনন্দ কুমার পাল, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিককে মধুখালী উপজেলার প্রাথমিক শিক্ষা প্রশাসনের শ্রেষ্ঠ কর্মচারী হিসাবে পদক ও সনদপত্র বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবু রাসেল।
What's Your Reaction?