মধুখালীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু
ফরিদপুরের মধুখালীতে বজ্রপাতে মুরাদ মৌলিক (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (৬ মে) বিকাল ৪ টার দিকে মাঠ থেকে ধান নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে তার মৃত্যু হয়। এসময় আহত হয় তার সাথে থাকা আরোও এক কৃষক। নিহত মুরাদ মৌলিক উপজেলার কামালদিয়া ইউনিয়নের মিরাপাড়া গ্রামের মুরাদ লকাই মৌলিকের ছেলে।
জানা যায়, বৃষ্টির মধ্যে মাঠ থেকে ধান মাথায় করে বাড়ি ফিরছিলেন মুরাদ মৌলিক। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় , পরে তাকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রপাতে মুরাদ মৌলিক নামে এক কৃষকের মৃত্যু হয়েছে এবং তার সাথে থাকা আরোও এক কৃষক আহত হয়েছে। আহত ব্যক্তি মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
What's Your Reaction?