মধুখালীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শনিবার সকাল ১১ টায় "শিক্ষকের কণ্ঠস্বর শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় ফরিদপুরের মধুখালীতে একটি বর্নাঢ্য র্যালী মধুখালী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়ক প্রদক্ষিন করে। এরপর মধুখালী মালটিপারপাস হলরুমে মধুখালী উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহম্মেদ অনীক এর সভাপতিত্বে ও মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক দীপংকর পাল এবং শুকুর মাহমুদ স্কুল এন্ড কলেজের শিক্ষক খাদিজা সুলতানা এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের উৎসাহিত ও অনুপ্রাণিত করার লক্ষ্যে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল আউয়াল আকন।
জাতি গঠনে শিক্ষকদের অবদানের স্বীকৃতি স্বরূপ গুরুত্বপূর্ন বক্তব্য রাখেন মধুখালী সরকারী আইন উদ্দীন কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুল হোসেন, মধুখালী পৌর বিএনপির সভাপতি ও আইন উদ্দিন কলেজের সাবেক ভিপি সাহাবুদ্দিন আহম্মেদ সতেজ, মাধ্যমিক শিক্ষক কল্যান সমিতি মধুখালী শাখার সভাপতি অধ্যক্ষ নাজির হোসেন মৃধা , বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মধুখালী উপজেলা শাখার মীর নাজমুল হোসেন, মধুখালী উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মাওলানা আলীমুজ্জামান প্রমুখ।
পরে অনুষ্ঠানের সভাপতি মধুখালী উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহম্মেদ অনীক সকলের দাবী দাওয়া ও গুরুত্বপূর্ন বক্তব্য শুনে উপজেলার প্রাথমিক , মাধ্যমিক , মাদ্রাসা এবং কলেজের সকল শিক্ষকদের মাঝে সরকারী নির্দেশনা অনুযায়ী সমাধান মূলক গুরুত্বপূর্ন বক্তব্য দিয়ে ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে আড়পাড়া কাজী সিরাজুল ইসলাম গালর্স স্কুল এন্ড কলেজের শিক্ষক মনিরুল ইসলামকে ক্রেষ্ট ও ফুলের শুভেচ্ছা জানান এবং সবার জীবনের উত্তরোত্তর মঙ্গল কামনা করে আলোচনা সভা শেষ করেন ।
What's Your Reaction?