মহম্মদপুরে উপজেলা পরিষদের নবনির্বাচিত জনপ্রতিনিধিদের গণসংবর্ধনা  প্রদান 

বিশ্বজিৎ সিংহ রায়,ভ্রাম্যমাণ প্রতিনিধি, মাগুরা
Jun 10, 2024 - 00:20
 0  8
মহম্মদপুরে উপজেলা পরিষদের নবনির্বাচিত জনপ্রতিনিধিদের গণসংবর্ধনা  প্রদান 

মাগুরার মহম্মদপুর উপজেলা পরিষদ নির্বাচনে নবনির্বাচিত জনপ্রতিনিধি গণের নির্বাচন উত্তর গণ সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার বিকালে পলাশবাড়ীয়া ইউনিয়ন বাসীর আয়োজনে,,পলাশবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় চত্বরে গণসংবর্ধনার আয়োজন করা হয়। আয়োজিত অনুষ্ঠানের প্রথমপর্বে জনপ্রতিনিধিদের ফুলের শুভেচ্ছা প্রদান করা হয় ও  ক্রেষ্ট প্রদান করা হয়। জনপ্রতিনিধিদের গণ সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ আব্দুল মান্নান।

পলাশবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম.ডি.গোলজার রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,,নবনির্বাচিত উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোঃ ঈদুল শেখ, উপজেলা পরিষদের নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ শামীম হাসান পলি'র পক্ষে বক্তব্য রাখেন তাঁর স্বামী মোঃ কামরুল হাসান।

এসমশ আরো বক্তব্য রাখেন, পলাশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক সৈয়দ  সিকান্দার আলী, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান,উপজেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মোঃ মেহেদী হাসান মিলন, পলাশবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফরিদ আহম্মেদ প্রমূখ।

এ সময় উপস্থিত ছিলেন পলাশবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 অনুষ্ঠানটি  সঞ্চালনা করেন আওয়ামীলীগ নেতা হাজী ফিরোজ এলাহী মিন্টু।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow