মহম্মদপুরে প্যানেল চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন

বিশ্বজিৎ সিংহ রায়, ভ্রাম্যমান প্রতিনিধি, মাগুরাঃ
Apr 23, 2025 - 17:42
 0  4
মহম্মদপুরে প্যানেল চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন

মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. ইসমাইল হোসেনের অপসারণ দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় জনসাধারণ ও পরিষদের কয়েকজন নির্বাচিত ইউপি সদস্য। চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে এ দাবি জানানো হয়।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে বাবুখালী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা প্যানেল চেয়ারম্যান মো. ইসমাইল হোসেনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, স্বেচ্ছাচারিতা, উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎ, এবং সদস্যদের অজ্ঞাতে বিধবা, বয়স্ক, প্রতিবন্ধী ভাতা ও টিসিবি কার্ডের তালিকা তৈরি করার অভিযোগ তুলেন।

ইউপি সদস্যদের অভিযোগ, এলজিএসপি, এডিপি, টিআর, কাবিখা, কাবিটাসহ বিভিন্ন প্রকল্পের অর্থ বরাদ্দেও অনিয়ম হয়েছে। পরিষদের সদস্য আশরাফুল আলম ফাইটার বলেন, “৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের পর চেয়ারম্যান মীর সাজ্জাদ হোসেন পলাতক হলে প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন ইসমাইল হোসেন। তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে আমাদের সকল সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করছেন।”

তিনি আরও বলেন, “আমরা পরিষদের ৬ জন সদস্য যৌথভাবে তার অপসারণের দাবিতে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অনাস্থাপত্র জমা দিয়েছি। আশা করি এর সুবিচার আমরা পাব।”

অভিযোগ সম্পর্কে প্যানেল চেয়ারম্যান মো. ইসমাইল হোসেন বলেন, “তাদের সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। একটি অভিযোগও প্রমাণিত হলে আমি পদত্যাগ করব।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর আক্তার বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow