মহম্মদপুরে বিদ্যুৎস্পৃষ্টে স্ত্রীর মৃত্যু, স্বামী আহত
মাগুরা মহম্মদপুরে বাবুখালী ইউনিয়নের চালিমিয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে সিমা খাতুন(২৫) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে।এদুর্ঘটনায় তার স্বামী সাবু শেখ (৩০) আহত হয়েছেন। স্থানীয়রা জানান,,উপজেলার চালিমিয়া গ্রামে মোঃ আমজাদ শেখ এর ছেলে সাবু শেখের স্ত্রী সিমা খাতুন ঘটনার দিন বাড়ির পাশে মাঠে জমিতে সেচ দেওয়ার জন্য বিদ্যুৎ চালিত সেচ পাম্পের সুইচ দিতে যায়। এসময় বৃষ্টির কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। এক পর্যায়ে স্বামী সাবু তার স্ত্রীকে উদ্ধার করতে গেলে সেও বিদ্যুতায়িত হয়। আহত দম্পতিকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক গৃহবধূ সিমা খাতুন কে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উল ইসলাম জানান,,সিমা খাতুন নামের গৃহবধু বিদ্যুৎপৃষ্টে নিহতের ঘটনায় মাগুরা সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
What's Your Reaction?