মহম্মদপুরে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৫ আসামি গ্রেফতার

ভ্রাম্যমাণ প্রতিনিধি, মাগুরা
May 23, 2024 - 21:26
 0  7
মহম্মদপুরে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৫ আসামি গ্রেফতার

মাগুরার মহম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ওয়ারেন্ট ভুক্ত-৫ জন আসামিকে আটক করা হয়েছে। 

পুলিশ সূত্রে জানা যায়,গত ২২ মে রাতে বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে এসব আসামিদের আটক হয়েছে।

অভিযান পরিচালনা করেন, মহম্মদপুর থানায় এস আই শেখ সায়েদ উল্লাহ, এস আই মোঃ আঃ জব্বার তালুকদার, এএসআই মোঃ সাইদুজ্জামান, উপজেলার বাবুখালী পুলিশ ক্যাম্পে কর্মরত এএসআই মোঃ আনারুল ইসলাম, এএআই মোঃ আমরুজ্জামান, এএসআই মোঃ আব্দুস সালাম সঙ্গীয় ফোর্সসহ  নিয়ে অভিযান চালিয়ে আসামী মোঃ এ্যামেলিয়া মোল্যা, পিং- মোঃ আলতাফ হোসেন ওরফে আলফু,গ্রাম সিন্দাইন, ছাদেক, পিং-আঃ মজিদ মোল্যা, গ্রাম পাল্লা, বাচ্চু মোল্যা, পিং- জহুর মোল্যা, চালিমিয়া মোঃ আলী শেখ, পিং-আঃ গফুর শেখ, গ্রাম দাতিয়াদহ, থানা-মহম্মদপুর, মোস্ত শেখ, পি- আঃ গফুর শেখ, গ্রাম দাতিয়াদহ মহম্মদপুর থানার বিভিন্ন এলাকা থেকে  পুলিশ আটক করে। 
এ বিষয়ে মহম্মদপুর থানার পুলিশ পরিদর্শক বোরহান উল  ইসলাম জানান,,ওয়ারেন্ট মূলে বিভিন্ন মামলার ৫ জন আসামিকে আটক করে বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে  বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow