মহম্মদপুরে বীর মুক্তিযোদ্ধা কুদ্দুস শেখের মৃত্যু, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের চাকুলিয়া গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা কুদ্দুস শেখ (৭৪) আর নেই। তিনি শনিবার (১৩ এপ্রিল) গভীর রাতে নিজ বাড়িতে স্ট্রোকজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ পুত্র, এক কন্যা, নাতি-নাতনিসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি কিছুদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। রোববার (১৪ এপ্রিল) বিকেলে উপজেলার ইন্দ্রপুর ঈদগাহ মাঠে মরহুমের জানাজা পূর্বে রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করা হয়।
রাষ্ট্রীয় প্রতিনিধি হিসেবে জানাজায় উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাসুদেব কুমার মালো। এ সময় উপস্থিত ছিলেন নহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক (তদন্ত) তপন বিশ্বাস, মাগুরা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাজী জিন্নাতুল আলম, বীর মুক্তিযোদ্ধা তিলাম হোসেন, রফিকুল ইসলাম, ফারুকুজ্জামান, নহাটা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার লুৎফর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন এলাকার বীর মুক্তিযোদ্ধারা।
জানাজা শেষে মরহুমের দাফন ইন্দ্রপুর কবরস্থানে সম্পন্ন হয়।
What's Your Reaction?






