মহম্মদপুরে বৈশাখী উৎসব উদযাপন

বিশ্বজিৎ সিংহ রায়, ভ্রাম্যমান প্রতিনিধি, মাগুরাঃ
Apr 15, 2025 - 13:38
 0  5
মহম্মদপুরে বৈশাখী উৎসব উদযাপন

নানা বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে মাগুরার মহম্মদপুরে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩২। ‘সকল জরা ও জীর্ণতা মুছে গিয়ে নতুন আলো ফুটুক প্রতিটি প্রাণে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১৪ এপ্রিল) দিনব্যাপী অনুষ্ঠিত হয় বৈশাখী উৎসব।

উৎসবের শুরুতে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদে এসে শেষ হয়। পরে বৈশাখী মঞ্চে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও নানা ঐতিহ্যবাহী আয়োজন।

অনুষ্ঠানে লাঠিখেলা, সাপখেলা, বৈশাখী গান পরিবেশন ছাড়াও আমিনুর রহমান কলেজ প্রাঙ্গণে বসে বৈশাখী মেলা। এসব আয়োজনে স্থানীয় জনসাধারণের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর আক্তার। এছাড়া উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) বাসুদেব কুমার মালো, মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সরকারি দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow