মহম্মদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ ২পরিবারকে উপজেলা প্রশাসনের আর্থিক সহযোগিতা প্রদান
মাগুরার মহম্মদপুরে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত শহীদ সুমন আহমেদ (১৬) ও আহাদ আলী (১৭)। দুই শহীদ পরিবারকে মহম্মদপুর উপজেলা প্রশাসনের পক্ষ হতে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ মন্ডল বলেন,,দুই শহীদ পরিবারের পাশে সর্বাত্মক ভাবে থাকার অঙ্গীকার করেছে উপজেলা প্রশাসন।এবং বিভিন্ন সুযোগ-সুবিধার আওতায় আনা হবে শহীদ পরিবারক-২টিকে। ১৯ আগস্ট দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ মন্ডল, সহকারী কমিশনার( ভূমি)বাসুদেব কুমার মালো,জাতীয়তাবাদী দল বিএনপি'র উপজেলা-শাখার আহবায়ক মোঃ মৈমূর আলী মৃধা,ইউনিয়ন পরিষদের সদস্য তানজীর রহমান সোহাগ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা সমন্বয়ক তৌফিক কালাম অভিসহ সমন্বয় প্রতিনিধি দলের নেতৃবৃন্দ। এবং বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
What's Your Reaction?