মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‌আলোচনা সভা পুরস্কার বিতরণী ‌ ও সংস্কৃতিক অনুষ্ঠান 

ফরিদপুর জেলা প্রতিনিধি
Feb 21, 2025 - 19:40
Feb 21, 2025 - 19:40
 0  5
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‌আলোচনা সভা পুরস্কার বিতরণী ‌ ও সংস্কৃতিক অনুষ্ঠান 

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‌ আলোচনা সভা ‌ পুরস্কার বিতরণী ‌ ও সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে তিন দিনব্যাপী ‌এ উপলক্ষে বইমেলা অনুষ্ঠিত হচ্ছে। 
বিকেলে এ উপলক্ষে ‌ আলোচনা সভায়
অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ‌ মোহাম্মদ ইয়াছীন কবিরের 
সভাপতিত্বে ‌ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা, বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ আব্দুল জলিল, সিভিল ডাক্তার মাহমুদুল ইসলাম , সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম আব্দুল হালিম, উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান, জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল।
সভায় বক্তারা ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারির তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন । তারা বলেন ‌
বাংলা ভাষায় কথা বলা দাবীতে ১৯৫২ সালের এই দিনে ‌ বরকত, সালাম ‌, রফিক, জব্বার, সহ ছাত্র সমাজ তাদের প্রাণ দিয়েছিলেন। আর তাদের আত্মত্যাগের ফলে আমরা বাংলা ভাষা লাভ করেছি।
বাংলায় কথা বলতে পারছি।  মূলত ‌ ৫২ সালে চেতনাকেই ‌ ধারণ করে ‌ আমরা ১৯৭১ সালে ‌ মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি এবং স্বাধীনতা লাভ করি।
বাংলা আমাদের মাতৃভাষা। এই ভাষার জন্য আমরা গর্বিত।
বক্তারা ফরিদপুর বইমেলা সম্পর্কে বলেন ‌ এখানে তিন দিনব্যাপী  বইমেলা  অনুষ্ঠিত হচ্ছে।
 আপনারা বইমেলায় আসবেন, বই সংগ্রহ করবেন। সন্তানদের নিয়ে আসবেন। সর্বস্তরের যেন আমরা বাংলা ভাষার ব্যবহার করতে পারি সেদিকে লক্ষ্য রাখতে হবে।
 অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দেওয়াল পত্রিকা প্রদর্শন করে। প্রতিষ্ঠানগুলো হচ্ছে আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মহিম ইনস্টিটিউট ফরিদপুর, সরকারি ইয়াসিন  কলেজ, ঈশান ইনস্টিটিউট , পুলিশ লাইন  স্কুল এন্ড কলেজ। অনুষ্ঠানে পরবর্তী পর্বে বেলুন ও ফেস্টুন উড়িয়ে তিন দিনব্যাপী এ  বইমেলার উদ্বোধন করা হয়। ‌ উল্লেখ করে যেতে পারে  মোট ২৮ টি স্টল এবারের বই মেলাতে অংশগ্রহণ করছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow