মহালছড়ি সেনা জোনের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান
মানব উন্নয়ন কর্মসূচির আওতায় খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন মহালছড়ি সেনা জোন কতৃক দুজন অসুস্থ রোগীকে চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান করা হয়েছে।
রবিবার (১৯ জানুয়ারি) খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলাস্থ মাইসছড়ির ইউনিয়নের হৃদরোগে আক্রান্ত কংজরী মারমা মেয়ে পাইসাইন্দ্রা মারমা এবং মুবাছড়ি সিঙ্গিনালার ক্যান্সারে আক্রান্ত থোয়াইসাই মারমার সন্তান ত্রেসপাই মারমাকে মহালছড়ি সেনা জোনের ক্যাপ্টেন আব্দুল্লাহ আল জামিল নগদ অর্থ প্রদান করেন।
What's Your Reaction?