মাকে অশালীন ইঙ্গিতের প্রতিবাদ করায় ঢাবি ছাত্রকে কুপিয়ে আহত

বরিশালের আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের দিঘীবালী গ্রামে মাকে অশালীন ইঙ্গিত দেখানোর প্রতিবাদ করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দিলীপ হালদার ও তার মা গীতা রানী হালদারকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ মাদকসেবী ছাত্রলীগ কর্মী।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে দিলীপ হালদারের ঘরের পাশে থাকা কচু গাছ কাটতে যান মনোরঞ্জন হালদার। এতে বাধা দেন দিলীপের মা গীতা রানী হালদার, যা নিয়ে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে মনোরঞ্জন হালদারের ছেলে মাদকসেবী ছাত্রলীগ কর্মী মিঠুন হালদার গীতা রানী হালদারকে অশালীন ইঙ্গিত দেখান। এ ঘটনার প্রতিবাদ করতে গেলে মিঠুন হালদার দেশীয় অস্ত্র দিয়ে দিলীপ হালদারকে কুপিয়ে গুরুতর আহত করেন।
ছেলেকে বাঁচাতে গেলে মা গীতা রানী হালদারকেও কুপিয়ে আহত করা হয়। স্থানীয়রা আহত মা ও ছেলেকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেছেন।
এ ঘটনায় অভিযুক্ত মিঠুন হালদারের বাবা মনোরঞ্জন হালদার বলেন, "কচু গাছ কাটাকে কেন্দ্র করে মারামারি হয়েছে, এতে আমি ও আমার স্ত্রীও আহত হয়েছি।"
এ বিষয়ে আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) সুশংকর মল্লিক বলেন, "কুপিয়ে আহত করার ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
What's Your Reaction?






