মাগুরায় এনটিভি'র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মাগুরায় এনটিভি'র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। র্যালি, কেক কেটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে বেসরকারি টেলিভিশন এনটিভি'র ২২ বছরে পদার্পণ উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার সকালে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাগুরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু।
বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রানা আমির ওসমান।
অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুন্সি রেজাউল হক, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম আহমেদ খান, আলোচনা শেষে আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়াসহ বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
What's Your Reaction?