মাগুরায় ধর্ষণের শিকার নিহত শিশুর কবর জিয়ারত করলেন জামায়াত আমীর

বিশ্বজিৎ সিংহ রায়, ভ্রাম্যমান প্রতিনিধি, মাগুরাঃ
Mar 16, 2025 - 15:09
 0  4
মাগুরায় ধর্ষণের শিকার নিহত শিশুর কবর জিয়ারত করলেন জামায়াত আমীর

মাগুরার শ্রীপুর উপজেলায় ধর্ষণের শিকার হয়ে নিহত শিশু আছিয়ার কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে যান বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর ডা. শফিকুর রহমান। শনিবার সকালে হেলিকপ্টারযোগে মাগুরার শ্রীপুর উপজেলার সব্দালপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করেন তিনি। পরে নিহত শিশুর গ্রামের বাড়ি গিয়ে তার কবর জিয়ারত করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন।

এ সময় সোনাইকুন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপস্থিত জনতার উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেন জামায়াত আমীর। তিনি বলেন, "দেশে কোরআনের আইন কার্যকর হলে ন্যায়বিচার নিশ্চিত হবে। আমরা সেই লক্ষ্যে লড়াই করছি।" তিনি আরও বলেন, "৯০ দিনের মধ্যে মামলার বিচার শেষ করে রায় কার্যকর দেখতে চাই, যেন তা ৯১ দিনে গড়ায় না।" সারাদেশে ধর্ষণের মাত্রা বৃদ্ধির কারণ হিসেবে বিচারহীনতাকে দায়ী করেন তিনি। পাশাপাশি ধর্ষণের শাস্তি সর্বোচ্চ মৃত্যুদণ্ড থাকলেও এটি বাস্তবায়নের অভাবে অপরাধের মাত্রা বেড়ে গেছে বলে মত প্রকাশ করেন।

জামায়াতে ইসলামীর মাগুরা জেলা আমীর অধ্যাপক এম বি বাকেরের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির আমীর ডা. শফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোঃ মোবারক হোসাইন। এছাড়া উপস্থিত ছিলেন জেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি মোঃ ইব্রাহিম বিশ্বাস, জেলা জামায়াতের সাবেক আমীর ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক আলহাজ্ব আব্দুল মতিন, জেলা সেক্রেটারি অধ্যাপক সাঈদ আহমেদ বাচ্চু, সাবেক নায়েবে আমীর হাফেজ মাওলানা লিয়াকত আলী খান, সহকারী সেক্রেটারি আব্দুল গফফার, অফিস সেক্রেটারি মোঃ খায়রুল ইসলাম, যুব সেক্রেটারি অধ্যাপক রবিউল ইসলাম, শ্রমিক নেতা অধ্যাপক মশিউর রহমান, সাবেক ছাত্রনেতা বি এম এরশাদুল্লাহ অহিদ, জামায়াতের অমুসলিম নেতা উত্তম কুমার বিশ্বাস, মাগুরা সদর উপজেলা আমীর অধ্যাপক ফারুক হোসাইন, মহম্মদপুর উপজেলা আমীর নূর আহমদ, শ্রীপুর উপজেলা আমীর অধ্যাপক মাওলানা ফখরুদ্দিন মিজান, শালিখা উপজেলা আমীর অধ্যাপক আফসার আলী, শিবিরের জেলা সেক্রেটারি মোঃ জুবায়ের হোসেন।

পরিদর্শন শেষে জামায়াত আমীর নিহত শিশুর পরিবারের খোঁজখবর নেন এবং তাদের প্রতি সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow