মাগুরায় প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ৫৫ বছর বয়সী ব্যক্তি আট

বিশ্বজিৎ সিংহ রায়, ভ্রাম্যমান প্রতিনিধি, মাগুরাঃ
Mar 10, 2025 - 16:50
 0  6
মাগুরায় প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ৫৫ বছর বয়সী ব্যক্তি আট

মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নে ধর্ষণের চেষ্টার অভিযোগে খন্দকার তৌহিদুল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তিকে ৯ মার্চ সন্ধ্যায় আটক করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, তৌহিদুল ইসলাম একটি ১৪ বছর বয়সী প্রতিবন্ধী শিশুকে জুসের প্রলোভন দেখিয়ে ধর্ষণের চেষ্টা করে। ঘটনাটি ঘটে মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের যশোবন্তপুর গ্রামে, যেখানে তৌহিদুল ইসলাম কাজের সুবাদে থাকতেন।

ঘটনাটি প্রকাশ পেলে স্থানীয়রা তৌহিদুল ইসলামকে ধরে ফেলে এবং পুলিশের হাতে তুলে দেয়। এ বিষয়ে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রহমান জানান, প্রতিবন্ধী শিশুর পিতা ১০ মার্চ মহম্মদপুর থানায় ধর্ষণের চেষ্টার মামলা দায়ের করেছেন। মামলার প্রেক্ষিতে আসামিকে আটক করা হয়েছে এবং সোমবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ মামলার তদন্ত শেষে দ্রুত রিপোর্ট দেওয়ার কথা জানিয়েছে। এই ধরনের ঘটনায় কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন এবং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করা যায়, এই মামলার তদন্ত দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এবং দোষী ব্যক্তির বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিত করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow